ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রাসেল রানা (১২)। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানাগেছে, শিশু রাসেল রানা একই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় সেখানেই তাকে বিষধর সাপে কাটে।
এ সময় শিশুটি চিৎকার দিয়ে উঠলে নানার বাড়ির লোকজন ছুটে আসে। সে সয়ম তারা বিষধর সাপটিকে দেখতে পায় এবং লাঠি দিয়ে মারার চেষ্টা করে। সাপটি গর্তে ঢুকে পড়লে আর মারা সম্ভব হয়ে উঠেনি।
পরে শিশু রাসেল রানাকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা না হওয়ায় দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে সেখানেই মৃত্যু হয়েছে রাসেল রানার।