ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ভালুকায় বন ও জীবিকা(সুফল)প্রকল্পের আওতায় সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা

ভালুকা(ময়মনসিংহ)

 

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ বন অধিদপ্তরের আওতায় টেকশই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সহযোগীতা মুলক বন ব্যবস্থাপনা ও সহ-ব্যবস্থাপনা শক্তিশালী করনের মাধ্যমে বন, বন্য প্রানী ও জীববৈচিত্র উন্নয়ন করা এবং বিকল্প আয় বর্ধক কর্মকান্ড শৃষ্টির মাধ্যমে লক্ষিত এরিয়ায় বন নির্ভর জনগুষ্ঠির আয় বৃদ্ধি করা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বন সংরক্ষণ গ্রাম (এফসিভি) আংগারগাড়া, সোনাখালি, চানপুর ও ডাকাতিয়া এর জন্য সিআইপি দলের সদস্যদের সিআইপি পদ্ধতির উপর সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বন ভিট সংলগ্ন এডুকো শিক্ষালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এ কে এম রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ খান, আংগারগাড়া বন ভিট কর্মকর্তা মোঃ রইস উদ্দিন, মাঠ সমন্নয়কারী মুক্তার আলম, ফিল্ড ফেসিল্যাটর শামিম জাহিদ, ইউপি সদস্য আসাদুজ্জামান খান দুদু প্রমূখ। উল্লেখ্য ময়মনসিংহ বন বিভাগের উদ্ব্যোগে ও ইকো-সোশ্যাল ডেবল্যাপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ভালুকায় বন ও জীবিকা(সুফল)প্রকল্পের আওতায় সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট টাইম : ০১:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

ভালুকা(ময়মনসিংহ)

 

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ বন অধিদপ্তরের আওতায় টেকশই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সহযোগীতা মুলক বন ব্যবস্থাপনা ও সহ-ব্যবস্থাপনা শক্তিশালী করনের মাধ্যমে বন, বন্য প্রানী ও জীববৈচিত্র উন্নয়ন করা এবং বিকল্প আয় বর্ধক কর্মকান্ড শৃষ্টির মাধ্যমে লক্ষিত এরিয়ায় বন নির্ভর জনগুষ্ঠির আয় বৃদ্ধি করা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বন সংরক্ষণ গ্রাম (এফসিভি) আংগারগাড়া, সোনাখালি, চানপুর ও ডাকাতিয়া এর জন্য সিআইপি দলের সদস্যদের সিআইপি পদ্ধতির উপর সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বন ভিট সংলগ্ন এডুকো শিক্ষালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এ কে এম রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ খান, আংগারগাড়া বন ভিট কর্মকর্তা মোঃ রইস উদ্দিন, মাঠ সমন্নয়কারী মুক্তার আলম, ফিল্ড ফেসিল্যাটর শামিম জাহিদ, ইউপি সদস্য আসাদুজ্জামান খান দুদু প্রমূখ। উল্লেখ্য ময়মনসিংহ বন বিভাগের উদ্ব্যোগে ও ইকো-সোশ্যাল ডেবল্যাপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।