ওমর ফারুক তালুকদার, ভালুকা(ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাসব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিরুনীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইদুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুবক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক ওয়াশেক আল আমিন শিপন, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক মুহসিন আলম, বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেলসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় হতদরিদ্রদের মাঝে ৫শত প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ঢাল, আলু, তেল এবং পিয়াজ। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ২১ আগষ্ট নিহত সকল শহীদদের সম্মানে দারিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।