ওমর ফারুক তালুকদার ভালুকা(ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে মুমূর্ষু করোনা রোগিদের জন্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ও মাস্ক বিতরণ করা হয়েছে। ৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সমৃদ্ধি ও সমন্নয় অফিসার মোঃ রেজাউল করিম’র পরিচালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজ আরা বেগম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, উপ-পরিচালক অডিট ও মনিটরিং মোঃ আলমগির হোসেন সোহেল, সিনিয়র এরিয়া ম্যানেজার আফতাব উদ্দিন তোতা, মনিটরিং অফিসার আসাদুল ইসলাম, ডকুমেন্টেশন অফিসার মোঃ মনিরুজ্জামান মনি, এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ সুজন, ডাঃ ফাতেমা, ডাঃ মোশারফ, ডাঃ তুষার, ডাঃ জামান, ডাঃ শাহিন, মোঃ বাদল প্রমূখ। এসময় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার সেটসহ প্রদান করা হয়।