ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

পিকাপে গরু সহ জনগনের হাতে ধরা ৩ গরু চোর

হাসান মাহমুদ, মাদারীপুর

 

শুক্রবার সকালে মাদারীপুর ঘটমাঝি ইউনিয়নের এক বাসিন্দা মোবাইল যোগে গরুর মালিক খলিল ভূঁইয়াকে জানান সাদা রংয়ের একটি দুধেল গাভী পাওয়া গেছে।
গাভীটির মালিক তৎক্ষনাৎ চলে যান।
গিয়ে নিজের গাভিটি সনাক্ত করতে পারেন।
খলিল ভূঁইয়া মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

গগণপুর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, গভীর রাতে একটি মিনি পিকাপের সাহায্যে গাভীটিকে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকা হয়ে গগণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি পিকাপের সাথে ধাক্কা লাগলে স্থানীয় জনগন তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে করে আটকে রাখেন স্থানীয়রা।

চুরির এ ঘটনায় ৩জন সহ পিকাপ ড্রাইভারও জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ড্রাইভার পালিয়ে গেলেও পালাতে পারেনি ধরা পরা চোর চক্রের জাহাঙ্গীর বেপারী(২৬)
পিতাঃ আনেছ বেপারী,
নাহিদ(২২), পিতাঃ বাচাই,
আলামিন বেপারী(২৪)
পিতাঃ ফজেল বেপারী(ভাড়াটিয়া)। এ ঘটনায় স্থানীয় জনগন ও গাভীটির মালিক চোরদেরকে কোন রকম মারপিট না করে বিষয়টি বর্তমান ৭ নং ওয়ার্ড কাউন্সেলর আব্দুল হাই বেপারীকে অবগত করেন।
তিনি পরবর্তীতে এর ব্যবস্থা নেবেন বলে জানান খলিল ভূইয়া সহ আরও কয়েকজন কে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

পিকাপে গরু সহ জনগনের হাতে ধরা ৩ গরু চোর

আপডেট টাইম : ০৭:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

হাসান মাহমুদ, মাদারীপুর

 

শুক্রবার সকালে মাদারীপুর ঘটমাঝি ইউনিয়নের এক বাসিন্দা মোবাইল যোগে গরুর মালিক খলিল ভূঁইয়াকে জানান সাদা রংয়ের একটি দুধেল গাভী পাওয়া গেছে।
গাভীটির মালিক তৎক্ষনাৎ চলে যান।
গিয়ে নিজের গাভিটি সনাক্ত করতে পারেন।
খলিল ভূঁইয়া মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

গগণপুর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, গভীর রাতে একটি মিনি পিকাপের সাহায্যে গাভীটিকে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকা হয়ে গগণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি পিকাপের সাথে ধাক্কা লাগলে স্থানীয় জনগন তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে করে আটকে রাখেন স্থানীয়রা।

চুরির এ ঘটনায় ৩জন সহ পিকাপ ড্রাইভারও জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ড্রাইভার পালিয়ে গেলেও পালাতে পারেনি ধরা পরা চোর চক্রের জাহাঙ্গীর বেপারী(২৬)
পিতাঃ আনেছ বেপারী,
নাহিদ(২২), পিতাঃ বাচাই,
আলামিন বেপারী(২৪)
পিতাঃ ফজেল বেপারী(ভাড়াটিয়া)। এ ঘটনায় স্থানীয় জনগন ও গাভীটির মালিক চোরদেরকে কোন রকম মারপিট না করে বিষয়টি বর্তমান ৭ নং ওয়ার্ড কাউন্সেলর আব্দুল হাই বেপারীকে অবগত করেন।
তিনি পরবর্তীতে এর ব্যবস্থা নেবেন বলে জানান খলিল ভূইয়া সহ আরও কয়েকজন কে।