নূর মোহাম্মদ ইয়ন,গফরগাঁও : করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় রাষ্ট্রিয় প্রজ্ঞাপন অনুযায়ী সারা দেশে ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা করা হয়েছে। গফরগাঁওয়েও এই কঠোর লকডাউন বাস্তবায়ন করতে রোদ-বৃষ্টিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গফরগাঁও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। করোনা এক অদৃশ্য শক্তিসহ আতংকের নাম যা গোটা বিশ্বকে প্রায় স্থবির করে দিয়েছে । বিশ্বের প্রতিটি দেশ এই মরন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা আর লড়াই করে যাচ্ছে ।
বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এদেশও লড়াই করে যাচ্ছে প্রতিনিয়তই আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে আংশিক বিধি-নিষেধ আরোপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ায় দেশের সর্বত্র করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড- ১৯) বিস্তার রোধকল্পে সার্বিক কার্যক্রম ও চলাচলে ৭ দিনের বিধি-নিষেধ (লক-ডাউন) আরোপ করেছে সরকার । বিধি-নিষেধ সাধারণ জনগণের মাঝে বাস্তবায়িত করার লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছে গফরগাঁও উপজেলা প্রশাসন। গফরগাঁও পৌর-শহর সহ গফরগাঁও উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে টহল সহ ভ্রাম্যমান আদালত পরিচালিত করেছে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম এবং তার নির্দেশনায় কাজ করছে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়।
আজ ১লা জুলাই মধ্য রাত থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী গফরগাঁও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি এবং গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনী।মধ্য রাত থেকেই ইজিবাইক, রিক্সা,ভ্যান, বাস , ট্রাক সহ সকল প্রকার গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান, শাক সবজি, মাছ মাংস, ঔষধের দোকান ব্যাতিত অন্য সকল দোকানপাট আগামী ৭দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারের নিষেধ আজ্ঞা অমান্য করায় উপজেলার পৃথক পৃথক স্থানে মোট ২১ টি মামলায় ১২,৮২০ টাকা অর্থ দন্ড দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে । এ বিষয়ে নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম বলেন আমরা গফরগাঁওয়ে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারন মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি তার সাথে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন ও সামাজিক দুরাত্ব বজায় রাখার পরামর্শও দিচ্ছি।