নূর মোহাম্মদ ইয়ন ,গফরগাঁও : বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি পৃথিবীতে এখনও অনিয়ন্ত্রিত ,এই অদৃশ্য শক্তি বিশ্বের কোটি কোটি মানুষকে আক্রমন সহ কেড়ে নিয়েছে শিশু থেকে বৃদ্ধর লক্ষ প্রাণ। এই অদৃশ্য শক্তিকে প্রতিহত করতে চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিনিধিগন।
১৯ জুন (শনিবার ) বিকাল ৫ টায় গফরগাঁও জামতলা মোড় চত্ত্বর, স্টেশন রোড আব্দুল বেপারী গেইট সহ পৌর- শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণ ও গণসচেতনতামূলক প্রচারণা চালায় এবং ভ্রাম্যমান আদালতে পৃথক দু-টো মামলায় মোট ২৫০(দুইশত পঞ্চাশ ) টাকা অর্থ দন্ড দেন গফরগাঁও উপজেলা প্রশাসন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম । এ বিষয়ে মোঃ তাজুল ইসলাম বলেন,সরকারি নির্দেশ মোতাবেক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে প্রশাসন আর যেকোনো পরিস্থিতিতেও কার্যক্রম অব্যাহত থাকবে ।