ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেইসবুকে কালের কণ্ঠের সাংবাদিকদের গঞ্জিকা সেবনকারীদের সাথে তুলনা করে স্ট্যাটাস দেওয়ায় ময়মনসিংহের ফুলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৈনিক কালের কণ্ঠের ফুলপুর প্রতিনিধি মো. মোস্তফা খান ওই অভিযোগ দায়ের করেন।
জানা যায়, মো. আরিফুল শোভন ও তাকওয়া এন্টারপ্রাইজ তপু নামীয় দুটি ফেইসবুক আইডি থেকে কালের কণ্ঠের সাংবাদিকদের গঞ্জিকা সেবনকারীর সাথে তুলনা করে মানহানিকর স্ট্যাটাস দেয়। বিষয়টি কালের কণ্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খানের দৃষ্টিগোচর হলে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ময়মনসিংহ প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক নিয়ামুল কবির সজলের নির্দেশক্রমে ফুলপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়জুর বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম :
ফুলপুরে কালের কণ্ঠের সাংবাদিকদের গঞ্জিকা সেবনকারীর সাথে তুলনা, থানায় মামলা
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- ১৪১ বার পড়া হয়েছে
Tag :