নূর মোহাম্মদ ইয়ন,গফরগাঁও:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গরিব কৃষকের প্রায় দুই লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে।গত শনিবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার লংগাইর গ্রামের শাহজাহানের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার রাতের যে কোন সময়ে কৃষক শাহজাহানের গরু ঘরের দরজার তালা ভেঙে ১টি ষাড়, ১টি গাভি এবং ১টি বকন গরু নিয়ে যায় চোরেরা। ঘুম থেকে উঠার পর চুরির বিষয়টি নজরে আসে। এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।