মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় ২দিনব্যাপি কৃষক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
গতকাল ৯ জুন বুধবার থেকে ১০জুন বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টিমান খাবর ব্যাবহারের উপর গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও নাদিয়া আক্তার প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে উপজেলা কৃষি অধিদপ্তেরর পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির উন্নতমানের চারা ও বীজ বিতরন করা হয়।