নকুল চন্দ্র দে পাপ্পু,ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছায় যাত্রিবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুইজন যাত্রি নিহত এবং ৭ জন আহত হয়েছেন । নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র আমিনুল ইসলাম (৩২) ও ইদ্রিস আলীর মেয়ে রীতা আক্তার (২১) ।আজ বুধবার ৯ জুন দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের সত্রাশিয়ার কানাইবটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা বগুড়াগামী অপরুপা নামের একটি যাত্রিবাহী বাস সামনে থাকা ব্যাটারি চালিত অটো রিকশাকে এবং গরু বোঝাই নছিমনও ঐব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় । এতে অটোরিকশা ও নছিমনের কমপক্ষে ১০ জন যাত্রি এবং আরোহী আহত হন । আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন ।