ওমর ফারুক তালুকদার , ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাভুক্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীরা ভালো আছেন বলে জানা গেছে। জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে অসচ্ছল দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে এম আই এস সিস্টেমে ভাতা ভোগীদের নিজস্ব মোবাইলে নগদ একাউন্টে টাকা পাঠানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারন মানুষ। এতে করে গ্রামের বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের কষ্ট শতভাগ লাঘব হয়েছে। সাধারন মানুষ কৃতঞ্জতা স্বরুপ স্বরন করছে জননেত্রী শেখ হাসিনাকে। তারা প্রান ভরে দোয়া করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এ ব্যপারে ভালুকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাছরিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে এম আই এস সিস্টেম চালু করা হয়েছে যা সম্পূর্ণ কম্পিউটার নির্ভর। তিনি আরও বলেন, বর্তমানে সকল উপকার ভোগী নিজ নিজ মোবাইলে নগদ একাউন্টে টাকা পাচ্ছে। যা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর অবদান। কয়েকজন ভাতা ভোগীর সাথে কথা হলে তারা বলেন, মোবাইলে টাকা আসায় আমাদেরকে এখন আর কোন কষ্টই করতে হয়না। আগে ব্যাংকে, সমাজসেবা অফিসে অনেক দৌড় ঝাপ পাড়া লাগতো এখন আমরা সে ঝামেলা থেকে মুক্ত। এখন আমরা বাড়ির পাশের বাজার থেকেই টাকা উঠিয়ে নিতে পারি। এছাড়া আগে ব্যাংকে যাওয়া আসার জন্য গাড়ি ভারা লাগতো এখন তাও লাগেনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য ভালুকায় বর্তমানে বয়স্ক ভাতা ভোগী আছেন ১০ হাজার ৯ শত ৫৫ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ভোগী আছেন ৩ হাজার ৫ শত ২০ জন এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগী আছেন ৩ হাজার ২ শত ০৫ জন। এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা এই ৪ টি স্তরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১৬১ জন শিক্ষার্থী। সকল স্তরের ভাতা ভোগীর নিজ মোবাইলে নগদ একাউন্টে টাকা পৌছে যাচ্ছে। আর ভাতার টাকা উত্তোলনের খরচ ও দিচ্ছে সরকার তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাভুক্ত ভাতা ভোগীরা।