ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শেরপু‌রে ভূ‌মি সেবা সপ্তাহ শুরু

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
 নি‌জের কাজ নি‌জে করব, দালাল-প্রতারক থে‌কে দূ‌রে থাক‌বো’ এ শ্লোগান‌কে সামনে রেখে শেরপু‌রে ভূ‌মি সেবা সপ্তাহ শুরু হ‌য়ে‌ছে। ৬ জুন  সকালে সেবা সপ্তা‌হের উ‌দ্বোধন ক‌রেন, অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক আনার ক‌লি মাহবুব।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সরকা‌রের উপ-প‌রিচালক এ‌টিএম জিয়াউর রহমান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মুকতা‌দিরুল আহ‌মেদসহ অ‌নে‌কেই।
বক্তারা, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত কর‌বেন।
এছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে।
 ০৬/০৬/২০২১ইং।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শেরপু‌রে ভূ‌মি সেবা সপ্তাহ শুরু

আপডেট টাইম : ১১:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
 নি‌জের কাজ নি‌জে করব, দালাল-প্রতারক থে‌কে দূ‌রে থাক‌বো’ এ শ্লোগান‌কে সামনে রেখে শেরপু‌রে ভূ‌মি সেবা সপ্তাহ শুরু হ‌য়ে‌ছে। ৬ জুন  সকালে সেবা সপ্তা‌হের উ‌দ্বোধন ক‌রেন, অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক আনার ক‌লি মাহবুব।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সরকা‌রের উপ-প‌রিচালক এ‌টিএম জিয়াউর রহমান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মুকতা‌দিরুল আহ‌মেদসহ অ‌নে‌কেই।
বক্তারা, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত কর‌বেন।
এছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে।
 ০৬/০৬/২০২১ইং।