মোঃরমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিচ্যুত দপ্তরি রাকিব খানের চাকরি পুণর্বহাল ও মুক্তির দাবীতে মঙ্গলবার দুপুরে বারইহাটি ও রৌহা গ্রামের হাজারো মানুষ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছেন। একই সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাহী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সকাল এগারটা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুইঘন্টা ব্যাপি বারইহাটি ও রৌহা গ্রামবাসীর মানবন্ধন চলাকালে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিলুফা খানম ও দপ্তরি রাকিবের চাচা যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, উভয় পরিবারের মধ্যে বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে দপ্তরি রাকিবকে ফাসানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘটনার সত্যতা যাচাই না করেই তাদের সিদ্ধান্ত দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত নারী আসন) সেলিনা আক্তার বলেন, দুই পরিবারের পূর্ব বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত) নিলুফা খানম মিথ্যা অভিযোগ করেছেন এবং নাটক করেছেন। তিনি রাকিবের মুক্তির দাবী ও সঠিক তদন্তের দাবী জানান। অপরদিকে দিকে দপ্তরি রাকিবের মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরি ফিরিয়ে দেয়ার দাবীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারীদের তিনটি গ্রæপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যান সমিতির সভাপতি আবুল কালাম , সাধারন সম্পাদক নাসির উদ্দিন, অপর অংশের সভাপতি সাধন কান্তি বাড়ই, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক খলিলুর রহমান প্রমুখ । সমাবেশ নেতৃবৃন্দ আলটিমেটাম দিয়ে বলেন আগামী ১০ দিনের মধ্যে এ ঘটনার পুনরায় সঠিক তদন্ত করে দপ্তরী রাকিবকে চাকুরীতে পুর্নবহাল না করলে সারাদেশে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম তাকে পেটানোর অভিযোগ করেন। এ ঘটনায় দপ্তরি রাকিবকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়।
সংবাদ শিরোনাম :
গফরগাঁওয়ে দপ্তরি রাকিবের চাকরি পুর্ণবহাল ও মুক্তির দাবীতে মানব বন্ধন
-
দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- ১৯১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ