নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও উপজেলার কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর উদ্যেগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার গফরগাঁও প্রেস ক্লাবের সামনে প্রায় ৩০ টি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অ্যাসোসিয়েশন উপজেলা শাখা সভাপতি মো আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কেবিএম জিল্লুর রহমান,সহ- সাধারণ সম্পাদক আলামিন,মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম,সহ- মহিলা বিষয়ক সম্পাদক ঈশিতা রাণী পপি প্রমুখ। মানব বন্ধনে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে আর্থিক সহায়তা এবং সহজশর্তে ঋণের দাবি করে। মানববন্ধন শেষে নেতারা গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের নিকট প্রধান মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।