মোঃরমিজ উদ্দিন স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ) : প্রতিবেশির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত শিক্ষার্থী মুস্তাকিম(১৪) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রবিবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত মুস্তাকিম উপজেলার মশাখালী ইউনিয়নের টান পাড়া গ্রামের প্রবাসী আঃসালামের ছেলে ও মশাখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলামের গাছের আম পাড়তে গাছে চড়ে নিহত মুস্তাকিম।এসময় বিদ্যুতের তারের সাথে তার স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে শরিরের প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়।এলাকবাসী এসে তাকে উদ্বার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাকে ওইদিনই ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে মুস্তাকিমের মৃত্যু হয়।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত শিক্ষার্থীর মৃত্যু
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- ১৭৮ বার পড়া হয়েছে
Tag :