রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গফরগাঁও পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপপরিদর্শক আব্দুল জলীল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী মাহফুজ ওরফে তাপস (৩৫), উজ্জল ওরফে ডিম উজ্জল (২৬) ও আশরাফুল ইসলাম মড়ল (২৪)কে গ্রেফতার করে । এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিভিন্ন থানা এলাকায় আমাদের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।