বিনোদন ডেস্ক : শুটিং স্পটে হিট স্ট্রোক করেছেন ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই সময় তিনি ‘লাভ পার স্কয়ার ফুট’ শিরোনামের একটি টেলিছবিতে অভিনয় করছিলেন। গতকাল দুপুরে শুটিং স্পটেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রভা।
নির্মাতা আদর সোহাগ বলেন, গতকাল দুপুর বারোটার দিকে শুটিং স্পটে প্রভার হিট স্ট্রোক হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। তবে তার হয়তো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। এই সময় শুটিং স্পটে উপস্থিত ছিলেন মডেল-অভিনেতা ইমন। তিনিও গণমাধ্যমকে জানান প্রভার অসুস্থতার কথা।
উল্লেখ্য, মাঝে ব্যক্তিগত কিছু কারণে বিতর্কিত এই অভিনেত্রী বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে বর্তমানে তিনি বেশ সরব।