অালোর জগত ডেস্ক : পুলিশের ওপর হামলা এবং তাদের গাড়ি জ্বালিয়ে দেয়ায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি দলটিকে আসন্ন সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমি তাদের বলতে চাই যে তারা (বিএনপি) যেহেতু নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাই তা বানচালের ষড়যন্ত্র না করে তাদের উচিত নির্বাচন আয়োজনে (নির্বাচন কমিশনের সাথে) সহযোগিতা করা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচালে এ ধরনের ষড়যন্ত্র করলেও সফল হতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভবিষ্যতেও তারা সফল হতে পারবে না। কারণ, জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
তিনি জানান, জনগণ চায় নির্বাচন যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং তারা যাতে তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠনের জন্য নির্বাচনে ভোট দিতে পারে।