ওমর ফারুক তালুকদার
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় এন এস জেড কটন মিলের তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ১৬ই এপ্রিল শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত এন এস জেড কটন মিলের তুলার গোদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ‘দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে তবে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এন এস জেড কটন মিলের জহিরুল ইসলাম বলেন আমাদের ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লাখ টাকা।