মোহাম্মদ রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গফরগাঁওয়ে জিসান (২২) নামে এক মাদকাসক্ত যুবক মায়ের সাথে ঝগড়া করে ক্ষিপ্ত হয়ে নিজ বসত ঘরে আগুন লাগিয়ে দেয়, আগুন দেওয়ার ফলে সম্পূর্ণ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ৫ টি কক্ষে এতে পাঁচটি কক্ষ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় তাতে কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। গত বুধবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামের মৃত সাইফুজ্জামানের ছেলে জিসান দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। জিসানের অত্যাচারে তার মা নিজ বাড়িতেও থাাকতে পারতো না, জিসানের অত্যাচারে তার মা প্রায় সময়ই বিভিন্ন আত্মীয়স্বজনদের বাসায় থাকেন। কয়েক দিন পূর্বে
মোবাইলে মায়ের সঙ্গে জিসানের কথা কাটাকাটি হয়। বুধবার রাত পৌনে ৯টার দিকে জিসান হঠাৎ নিজেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভালেও পাঁচটি কক্ষের চালা, সব আসবাবপত্র, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় জিসান বাড়ি থেকে পালিয়ে গেলেও গভীর রাতে বাড়ি ফেরে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘মাদকাসক্ত ছেলেটির অত্যাচারে তার মা বেশ কিছুদিন বাড়ি ছেড়ে ময়মনসিংহে আত্মীয়ের বাসায় থাকেন। যে ছেলে নিজের ঘর পুড়াতে পারে সে এলাকার যে কারো ক্ষতি করতে পারে। আমরা এলাকাবাসী বসে কী করা যায় সিদ্ধান্ত নেব।’