মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাসচালক, হেল্পার, অটোরিকশা চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে গাড়িতে চড়ার বিষয়ে পরামর্শ প্রদান কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে টিআই (প্রশাসন) এটিএম তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে উক্ত কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, টিআই আবু রায়হান সিদ্দিক, টিআই শফিউল আলম, টিএসআই রিপন কাজী প্রমুখ।