গাইবান্ধা প্রতিনিধিঃ উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন একটি ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
ভেড়ামারা রেল ব্রীজের পশ্চিম পার্শ্বে ঘাঘট নদীতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গাইবান্ধা ভেড়ামারা ৮১ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে।
দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নপূরণে সোনার বালা বঙ্গবন্ধুর বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউর আলম, সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোলস্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, মাসুম হক্কানী প্রমুখ।
এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণ ব্যায় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা।
উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, উন্নয়নে জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগ লাগবে গাইবান্ধা ভেড়ামারায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করায়, এলাকার লোকজন ব্যানার নিয়ে স্বতস্ফুর্তভাবে একটি আনন্দ র্যালি বের করে।
আনন্দ র্যালির আগে কিশামত বালুয়া এলাকাবাসির পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে হুইপ গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পৌরসভার পার্লসের মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কে উজির ধরনীবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।