শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভূগর্ভের রাষ্ট্রীয় সম্পদ বালু অবৈধ ভাবে ল উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান অব্যাহত থাকলেও ব্যাপরোয়া বালু উত্তোলন ব্যবসায়ী ধোপাডাঙ্গায়।
আজ শুক্রবার বিকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বাজরা হলদিয়া গ্রামের সাবেক মেম্বার আলমগীর হোসেনের বাড়ির পিছনে দীর্ঘদিন থেকে খুশি মিয়া নামে এক যুবক অবৈধ ভাবে রাষ্ট্রীয় সম্পদ ভূগর্ভের বালু উত্তোলন করেই চলছেন।
খুশি মিয়ার সঙ্গে কথা হলে, তিনি সুন্দরগঞ্জ থানার এক পুলিশের মুঠোফোনে ফোন দিয়ে তথ্য সংগ্রহ করে, চিন্তা বিহীন ভাবে, অবৈধ বালু উত্তোলন মেশিনদ্বারা কাজ চলমান রেখেছেন।
একপর্যায়ে সংবাদকর্মী সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পুলিশ প্রশাসনের কাছের মানুষের সঙ্গে অবৈধ বালু উত্তোলন কারী ব্যবসায়ীগণ সু-সম্পর্ক তৈরি করে তাদের নিকট থেকে, তথ্য নিয়ে তারা রাষ্ট্রীয় খনিজ সম্পদ বালু অবৈধ ভাবে উত্তোলন করে আসছেন।
আরো অনেকে অভিযোগ করে বলেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রবঞ্জন বাবু-কে আজ পর্যন্ত বালু উত্তোলন বিষয়ে খোঁজ খবর না রেখে, নিরবতা পালন করে তিনি তাঁর দায়িত্বের অবহেলা করে আসছেন।
তিনি চাইলেই ধোপাডাঙ্গা ইউনিয়ন থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব, আর তিনি তা, না করে উল্টো বালু উত্তোলন কারীদের সহযোগিতা করছেন বলে তাদের ধারণা পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মারুফের সঙ্গে কথা হলে, তিনি জানান, উত্তোলন মেশিন চালু করার সঙ্গে সঙ্গে উত্তোলনের ঠিকানা মুঠোফোনে বা এসএমএসের মাধ্যমে জানালে তাত খনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।