গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার সামনে ৪ টি ট্রাক একসঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত-১ নিহত-১।
আজ ১০/০৩/২১ তারিখ বুধবার সকাল ৬ টার সময় ডালিয়া থেকে ছেড়ে আসা পাথরের গাড়ী হাইওয়ের সমনে এসে ব্রেক করলে ঐ ট্রাকের পিছনে থাকা তিনটি ট্রাক পরপর পিছন থেকে ধাক্কামায় দূর্ঘটনা ঘটে।
পিছনে থাকা ট্রাকের ড্রাইভার সামনের ট্রাক-কে ধাক্কা দিলে সামনের ট্রাক ড্রাইভার চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গবীন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম(৪০)।
গুরুতর আহত ব্যাক্তি বাবু মিয়া (৪০) একই উপজেলার দোবায়েরবালা পাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার হাইওয়ে পুলিশের এস,আই বাবুল আহমেদের সঙ্গে কথা হলে তিনি দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন ঘাতক ট্রাককে আটক করা হয়েছে।