ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

লাদাখে আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। লাদাখে উত্তেজনা কমানোর জন্য ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে ঠিক তখন আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করলো চীন।

ইতিমধ্যেই হোটান বিমানবাহিনীর ঘাঁটিতে জে-২০ ফাইটার জেটসহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে চীনের এই বিমানবাহিনীর ঘাঁটি।

গত ১ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রেচিন লার কাছে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরও ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওই সব সেনা চীনের ৬২ কম্বাইনড আর্মড ফোর্সের।

উল্লেখ্য, ২৯-৩০ অগস্ট ভারতীয় সেনারা রেচিন লা ও রেঝান লা দখল করে নেয়। এই দুই এলাকা থেকে চীনের মলদো সেনাঘাঁটির ওপরে নজর রাখতে পারে ভারতীয় সেনারা। তবে সম্প্রতি লাদাখের চুশুলে ৪ নম্বর মোটর ডিভিসন ও প্যাংগং লেকের পশ্চিম ৬ নম্বর মোটর ডিভিশন মোতায়েন করেছে চীন। এছাড়াও পাঙ্গুরে ট্যাংক মোতায়েন করেছে চীনা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

লাদাখে আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করল চীন

আপডেট টাইম : ০৬:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। লাদাখে উত্তেজনা কমানোর জন্য ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে ঠিক তখন আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করলো চীন।

ইতিমধ্যেই হোটান বিমানবাহিনীর ঘাঁটিতে জে-২০ ফাইটার জেটসহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে চীনের এই বিমানবাহিনীর ঘাঁটি।

গত ১ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রেচিন লার কাছে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরও ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওই সব সেনা চীনের ৬২ কম্বাইনড আর্মড ফোর্সের।

উল্লেখ্য, ২৯-৩০ অগস্ট ভারতীয় সেনারা রেচিন লা ও রেঝান লা দখল করে নেয়। এই দুই এলাকা থেকে চীনের মলদো সেনাঘাঁটির ওপরে নজর রাখতে পারে ভারতীয় সেনারা। তবে সম্প্রতি লাদাখের চুশুলে ৪ নম্বর মোটর ডিভিসন ও প্যাংগং লেকের পশ্চিম ৬ নম্বর মোটর ডিভিশন মোতায়েন করেছে চীন। এছাড়াও পাঙ্গুরে ট্যাংক মোতায়েন করেছে চীনা বাহিনী।