আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আলজেরিয়ার সাবেক টেলিকম মন্ত্রী মুসা বেনহামাদি। এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই।
দুর্নীতির দায়ে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে কারাবন্দি ছিলেন ৬৭ বছর বসয়ী বেনহামাদি। বন্দি অবস্থাতেই তিনি করোনা আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। তার ভাই অভিযোগ তুলে বলেছেন, ‘গেল ৪ জুলাই করোনা আক্রান্ত হন বেনহামেদ। শারীরিক অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও তাকে হাসপাতালে ভর্তি করেনি কর্তৃপক্ষ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আক্রান্তের ৯ দিনের মাথায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। যথা সময়ে ভর্তি করা হলে হয়তো ভাইকে বাঁচানো যেত’। এই অভিযোগ তুলে ফরাসি একটি পত্রিকায় এমন মন্তব্য করেছেন তিনি।আলজেরিয়ায় এ পর্যন্ত ২২ হাজার করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার জন।