আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত ৩ সেনা আহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আন-নূর জানিয়েছে, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই তিন সেনা আহত হয়। খবর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা’র।
হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে একই দিনে রুশ বাহিনীর ওপর দুই দফা হামলা হয়। কুর্দি আসাইয়েশ সিকিউরিটি ফোর্স জানিয়েছে, প্রথম হামলায় রাশিয়ার এক সেনা আহত হয়েছে। কুর্দি আসাইয়েশ হামলার জন্য তুরস্ককে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তুরস্কের একটি ড্রোন থেকে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন বাহিনী সিরিয়ার হাসাকা প্রদেশে তাদের উপস্থিতি শক্তিশালী করার জন্য গতকাল ২৫ ট্রাক ভর্তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আল-ইয়ারুবিয়া শহরের খারাব আল-জেইর সামরিক বিমানঘাঁটিতে এসব সামরিক সরঞ্জাম নেয়া হয়েছে। সেখান থেকে কুর্দি গেরিলাদেরকে পষ্ঠপোষকতা দেয় মার্কিন সেনারা।