বিনোদন ডেস্ক : অবশেষে এলো সেই ক্ষণ। এদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি গায়ক আইয়ূব বাচ্চুকে উৎসর্গ করে প্রকাশ হলো ‘তরুণ ব্যান্ড’-এর গানটি। যা নিয়ে গেল কয়েকদিন ধরেই চলছিলো আলোচনা ও অপেক্ষা।
১৭ জুলাই সন্ধ্যা ঠিক ৭টায় অন্তর্জালে প্রকাশ হয়েছে ‘আয়না’ নামের গানটি। এটিই উৎসর্গ করা হলো গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুকে।তরুণ ব্যান্ডের দল প্রধান তরুণ মুন্সী। যিনি সেই বিখ্যাত ‘দ্য ট্র্যাপ’ ব্যান্ডের জন্য গাইতেন। শ্রোতানন্দিত গান ‘স্বার্থপর’ তরুনকে করেছে জনপ্রিয়। মামলা-মোকদ্দমা ও সাফল্য-ব্যর্থতার নানা গল্পের অতীত পেরিয়ে তিনি নিজের নামে গড়েছেন ‘তরুণ ব্যান্ড’। সে ব্যান্ডই গাইলো ‘আয়না’।
গানটি এরইমধ্যে শ্রোতাদের নজর কেড়েছে। এ নিয়ে তরুণ বললেন, ‘আইয়ূব বাচ্চু ভাই কিংবদন্তি। তার প্রতি সবারই সম্মান ও ভালোবাসা রয়েছে। তবুও ব্যক্তিগতভাবে তার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ সে জায়গা থেকেই তাকে গানটি উৎসর্গ করেছি।’
তরুণ জানান, ২৭ বছরের সংগীত জীবনে তিনি আইয়ুব বাচ্চুকে পেয়েছেন বিশাল প্রেরণা হিসেবে। মূলত সেই প্রেরণার জন্যই তিনি এখনও ব্যান্ড ফরমেটে নিজেকে ধরে রাখতে পেরেছেন শত প্রতিকূলতার মাঝেও।
‘আয়না’ গানটি প্রসঙ্গে বলতে গিয়ে তরুণ মুন্সী বলেন, ‘গানটি রচিত হয়েছে আত্মোপলব্ধি থেকে। মানুষ প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এ কথা আরও সত্য হয়ে মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। সেই উপলিব্দিটাই এখানে উঠে এসেছে।’প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ট্র্যাপ’ থেকে বেরিয়ে নতুন লাইনআপ নিয়ে ‘তরুণ ব্যান্ড’ গড়ে ওঠে ২০১৪ সালে। ২০১৭ সালে এই ব্যান্ডের প্রথম গান ‘অবনী বাড়ি আছো’ প্রকাশ হয় সিএমভি’র ব্যানারে।
তরুন ব্যান্ডের বর্তমান লাইনআপ- গীতিকার, সুরকার ও প্রধান কণ্ঠ: তরুণ মুন্সী, লিড গিটার: রোমান, বেজ গিটার: রাহিদ, কিবোর্ড: তানভীর এবং ড্রামস: রাজীব।