আলোর জগত ডেস্ক: বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে এই কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মোট ১৫৪৫ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩৪৮০ জন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট ৬৪৪০১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।