ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

বিদেশি পর্যটকদের জন্য খুলছে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা আগামীকাল অর্থাৎ ২২ জুন থেকে দুবাইয়ে যেতে পারবেন। দুবাই কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রোববারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দুবাই গণমাধ্যম বিভাগ রোববার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী ২৩ জুন মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দরগুলোতে বা বাইরে যাতায়াতকারীদের জন্য নতুন প্রোটোকল এবং শর্ত ঘোষণার পর এই ঘোষণা আসলো।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ।

প্রাদুর্ভাব শুরুর পর সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯২৫ জনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩০২ জন মারা গেছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪১৫ জন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বিদেশি পর্যটকদের জন্য খুলছে দুবাই

আপডেট টাইম : ০৪:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা আগামীকাল অর্থাৎ ২২ জুন থেকে দুবাইয়ে যেতে পারবেন। দুবাই কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রোববারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দুবাই গণমাধ্যম বিভাগ রোববার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী ২৩ জুন মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দরগুলোতে বা বাইরে যাতায়াতকারীদের জন্য নতুন প্রোটোকল এবং শর্ত ঘোষণার পর এই ঘোষণা আসলো।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ।

প্রাদুর্ভাব শুরুর পর সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯২৫ জনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩০২ জন মারা গেছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪১৫ জন