আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ সালমানের ক্ষমতা পাকাপোক্ত করতে গতকাল শুক্রবার রাজ পরিবারের তিন গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে দুইজন সিনিয়র প্রিন্স আছেন বলেও জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।
অজ্ঞাত সূতের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শুক্রবার সকালে বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ-আল-সৌদ ও ভাগ্নে প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে রাস্ট্রদোহিতার অভিযোগ আনা হয়েছে।
এদিকে আরেক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, আটককৃতদের মধ্যে প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফও রয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ ওই তিন প্রিন্সকে আটক করার বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে ওই তিন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের পথে যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে কেউ যেন তার বিরুদ্ধে কথা বলার সাহস না দেখান এই বার্তা দিতেই ওই তিন প্রিন্সকে আটক করা হয়েছে।