আন্তর্জাতিক ডেস্ক: এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবার লন্ডনের অফিস বন্ধ করে দিয়েছে ফেসবুক। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে কর্মরত এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার অফিস বন্ধ করে দেয় ফেসবুক। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানায়, অবিলম্বে অফিসটি বন্ধ করে দেয়ার পর পুরো স্থানটি পরিষ্কার করা হবে।
জানা গেছে, লন্ডন অফিসের একজন কর্মীর শরীরে করোনা ধরা পড়ার পরই এক বিজ্ঞতিতে সোমবার নাগাদ লন্ডন অফিসের সব কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সহকর্মীদের নিজেদেরকে সকলের থেকে আলাদা রাখতে এবং করোনার লক্ষণসমূহের দিকে নজর রাখতে বলা হয়েছে। এই মুহূর্তে কর্মীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পরিদর্শনে আসা সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে ফেসবুক।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ফেসবুকের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে ঢুকতে পারছেন না বাইরের কোনো লোক। করোনার প্রকোপ ঠেকাতে ইতোমধ্যেই বিভিন্ন অফিসে বাইরের লোকজনের প্রবেশ বাতিল করেছে ফেসবুক।
অপরদিকে, সিয়াটলের অফিসও আগামী ৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জন এবং প্রাণহানি ঘটেছে তিন হাজার ৪৬৬ জনের। আক্রান্তদের মধ্যে ৫৬ হাজার ১২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এখনো চিকিৎসাধীন আছেন ৪২ হাজার ৩২৫ জন। এর মধ্যে ছয় হাজার ৪০১ জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।