আলোর জগত ডেস্ক : পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাভেদ কায়সার (৩৯)। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। গতকাল বুধবার তিনি মারা যান। গত ১ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০৫ ফ্লাইটে সৌদি আরব যান কায়সার।
আরো পড়ুন : ২০২১ সালের জুনে খুলে দেয়া হবে পদ্মা সেতু: কাদের
এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯৩ জন ও মহিলা ১৭ জন। ১১০ জনের মধ্যে মক্কায় ৯৮ জন, মদিনা ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।