আলোর জগত ডেস্ক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২২তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে ২০১৯-২১ মেয়াদে নির্বাচিত হন। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ নির্বাচনের ফল ঘোষণা করেন। এফবিসিসিআইয়ের নবনির্বাচিত ৭১ জন পরিচালকের নিরঙ্কুশ সমর্থনে সভাপতি নির্বাচিত হন শেখ ফজলে ফাহিম।
আরো পড়ুন : শপথ নিলেন বিএনপির ৪ এমপি
আরো পড়ুন : তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিদের শপথ : ফখরুল
আরো পড়ুন : গুলিস্তানে পুলিশের ওপর ককটেল হামলা : আহত ৩
ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মো. মুনতাকিম আশরাফ। ২০১৯-২১ মেয়াদে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, মো. রেজাউল করিম রেজনু ও দিলিপ কুমার আগারওয়ালা। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজাম উদ্দিন রাজেশ।