আন্তর্জাতিক ডেস্ক: আত্মঘাতী বোমা হামলার মূল হোতা হিসেবে যাকে ধারণা করা হচ্ছে সেই জাহরান হাশিম হামলার সময় মারা গেছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। রাজধানী কলম্বোর শাংগ্রি-লা হোটেলে হামলার সময় মারা যান জাহরান। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সিরিসেনা জানিয়েছেন, পর্যটক প্রিয় হোটেলটিতে ইলহাম নামের অন্য একজন আত্মঘাতীকে সাথে নিয়ে এই হামলা করেন জাহরান। তবে শাংগ্রি-লা হোটেলে হামলার সময় জাহরান নিহত হওয়ার কথা জানালেও সেখানে জাহরানের কী ভূমিকা ছিল সেটি স্পষ্ট করেননি প্রেসিডেন্ট সিরিসেনা।
আরো পড়ুন : মালিঙ্গার বোলিং তাণ্ডবে চেন্নাইকে বড় ব্যবধানে হারাল মুম্বাই
আরো পড়ুন : যুগের প্রয়োজনেই অনলাইন পত্রিকা, অভ্যস্ত হতে বললেন প্রধানমন্ত্রী
গত রোববারের আত্মঘাতী ওই বোমা হামলায় ২৫৩ জন মারা যাওয়ার কথা জানিয়েছেন দেশটির সরকার। যদিও গতকাল পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সরকার। কিন্তু গণনার ভুলে নিহতের সংখ্যা বেশি হয়েছিল বলে গতকাল রাতে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে নিহতের সংখ্যা প্রায় ১০০ জন কমিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিসেনা জানান, দেশটির প্রায় ১৪০ জনের মতো ব্যক্তির আইএসের সাথে যোগসূত্র আছে। যাদের মধ্যে ৭০ জনের কোনো হদিস নেই। ফলে তাদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানান মাইথ্রিপালা সিরিসেনা।
ইস্টার সানডের দিনে ভয়াবহ এই হামলার কথা আইএস স্বীকার করলেও শ্রীলঙ্কা মনে করছে এই হামলার পিছনে স্থানীয় উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত জড়িত।
শ্রীলঙ্কার উপকূলীয় শহর কাতানকুডি এলাকায় বেড়ে উঠেন জাহরান। এই হামলার আগে কিছুটা উগ্রবাদী হিসেবে পরিচিত ছিল সে। কয়েক বছর আগে বৌদ্ধ মূর্তি বিকৃত করা গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগ উঠে বিরুদ্ধে। পরবর্তীতে অমুসলিমদের বিরুদ্ধে সহিংস হওয়ার আহ্বান জানিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করতেন তিনি।
ইস্টার সানডের দিনে হামলার পর আইএস থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে জাহরানকে অন্যদের শপথ পড়াতে দেখা গেছে। সেখানে একমাত্র জাহরানের মুখ খোলা ছিল।
কিন্তু এটা এখন পর্যন্ত স্পষ্ট নয় যে, জাহরান আইএসের সাথে সরাসরি জড়িত নাকি শুধু হামলার পিছনে যে গোষ্ঠীটি জড়িত তাদের শপথ পড়ান তিনি।
জাহরানের বোন বিবিসিকে জানিয়েছেন, তার ভাইয়ের কর্মকাণ্ডে তিনি ভীতসন্ত্রস্ত। ভাই হলেও জাহরানের এই কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তিনি। দুই বছর আগে থেকেই জাহরানের সাথে তার যোগাযোগ বন্ধ ছিল বলে জানিয়েছেন তিনি।