ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নচিকেতার সুরে শাওনের গান

বিনোদন ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গান করেছেন মেহের আফরোজ শাওন। সম্প্রতি তার কণ্ঠের একটি নতুন গান ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। হুমায়ূন আহমেদ’র প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন শাওন। গানটিতে মডেলও হয়েছেন তিনি নিজেই।

গানটির শিরোনাম দেয়া হয়েছে ‘ইলশে গুঁড়ি’। অন্যতম গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

আরো পড়ুন :   ইস্টার সানডে আজ

আরো পড়ুন :   ব্রুনাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন :   শ্রীলঙ্কায় গির্জাসহ বিভিন্ন হোটেলে ভয়াবহ হামলায় নিহত ৪২

গানটির ভিডিও নির্মাতা মীর শরিফুল করিম শ্রাবণ জানান, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর পর্দার সামনে আসছেন শাওন।

নতুন গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, চমৎকার একটা ঘোরলাগা গান। এতে অন্যরকম একটা মায়া ও আবেদন রয়েছে। আছে প্রকৃতিতে ফিরে যাবার বাধাহীন ব্যাকুলতা। আছে নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। ভিডিওতেও এই আবেগগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া প্রথমবার নচিকেতার সুরে গাইলাম। এটা একটা অর্জন, ভাবতেই ভালো লাগছে। আশা করি, সবার মাঝে গান ভিডিওটি একটা ভালোলাগা তৈরি করবে।

কিন্নর দলের পরিবেশনায় আগামী সোমবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পাবে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

নচিকেতার সুরে শাওনের গান

আপডেট টাইম : ০১:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯

বিনোদন ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গান করেছেন মেহের আফরোজ শাওন। সম্প্রতি তার কণ্ঠের একটি নতুন গান ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। হুমায়ূন আহমেদ’র প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন শাওন। গানটিতে মডেলও হয়েছেন তিনি নিজেই।

গানটির শিরোনাম দেয়া হয়েছে ‘ইলশে গুঁড়ি’। অন্যতম গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

আরো পড়ুন :   ইস্টার সানডে আজ

আরো পড়ুন :   ব্রুনাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন :   শ্রীলঙ্কায় গির্জাসহ বিভিন্ন হোটেলে ভয়াবহ হামলায় নিহত ৪২

গানটির ভিডিও নির্মাতা মীর শরিফুল করিম শ্রাবণ জানান, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর পর্দার সামনে আসছেন শাওন।

নতুন গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, চমৎকার একটা ঘোরলাগা গান। এতে অন্যরকম একটা মায়া ও আবেদন রয়েছে। আছে প্রকৃতিতে ফিরে যাবার বাধাহীন ব্যাকুলতা। আছে নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। ভিডিওতেও এই আবেগগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া প্রথমবার নচিকেতার সুরে গাইলাম। এটা একটা অর্জন, ভাবতেই ভালো লাগছে। আশা করি, সবার মাঝে গান ভিডিওটি একটা ভালোলাগা তৈরি করবে।

কিন্নর দলের পরিবেশনায় আগামী সোমবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পাবে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।