আলোর জগত ডেস্কঃ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৭-এর জন্য মনোনিত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার। সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রবন্ধ ‘অবিরাম পথ খোঁজা’ এবং বুলবুল সরওয়ার তার ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ বইয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন। আইএফআইসি ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অতি শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের জন্য মনোনীত দু’টি বইয়ের লেখকদের নগদ পাঁচ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। অর্থমূল্যে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।
‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্য চর্চাকে উৎসাহিত করতে ২০১১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।