কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলটসহ পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে পাইলট কেনিয়ার নাগরিক এবং বাকি চারজন মার্কিন নাগরিক। আজ সোমবার স্থানীয় পুলিশ জানিয়েছে, কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপের একটি জাতীয় উদ্যানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি গতকাল রবিবার স্থানীয় সময় রাত ৮টায় বিধ্বস্ত হয়। কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
মাত্র এক মাসেরও কম সময় আগে দেশটির পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় তিন মার্কিনিসহ পাঁচজন নিহত হয়।
দৈনিক আলোর জগত ডেস্ক : 















