নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে।
এছাড়া কৃষক দলের নতুন এই কমিটিতে ১২ জন যুগ্ম আহবায়ক, ১৩৯ জন সদস্য নিয়ে সর্বমোট ১৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।