মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে আবু জাফর এম. ছালেহ্:
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আহবায়ক মোঃ গোলাম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বাকশিস-এর সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ ফিরোজ আলম (জুয়েল) কে সভাপতি ও উদয়ন ভাষা শহীদ আঃ জব্বার মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসাঃ শামীয়া (শিমু) কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মির্জাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন -সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক ইকবাল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
কমিটি গঠনকালে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক মোঃ ফিরোজ আলম বলেন- উক্ত কমিটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের অনেক সমস্যা রয়েছে। নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে সংগঠনের সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে কোন সমস্যাই থাকবে না।