ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

আঙুল ফুলে কলাগাছ গণপূর্তে শিহাব

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০১:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

আমার বিরুদ্ধে নিউজ করলে আমি আইসিটি আইনে মামলা করবো, প্রয়োজনে চাকরি ছেড়ে বিদেশে চলে যাবো- গণপূর্তের তৃতীয় শ্রেণীর কর্মচারী মো.ফয়জুল কবির (শিহাব)।

তিনি অভিযোগ করে জানান, উচ্চমান সরকারি আব্দুস সাত্তার এবং হায়দার চক্রান্ত করে প্রতিবেদন করাচ্ছে।

তবে আমাদের অনুসন্ধানে রাজধানীতে গণপূর্তের এই কর্মচারীর একটি দু’টি নয় চার চারটি ফ্লাটের অস্তিত্ব মিলছে । অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওস) ব্যক্তিগত সহকারী (পিএ) শিহাব অলৌকিক এই ঘটনার জন্ম দিয়েছেন।

সূত্র বলছে আলাদীনের চেরাগ পেয়েছেন তিনি। চাকরিতে যোগদানের পরপরই চেরাগ ঘষামাজা করে কোটিপতি বনে গেছেন। যে এলাকায় এই সম্পত্তি গড়েছেন সেটি খিলগাঁও অবস্থিত।

বাড়ির কেয়ারটেকার উজ্জ্বলের সাথে আলাপ করে যানা যায়, সাড়ে তিন শতাংশ জমির উপর গড়ে উঠা ছয়তলা ভবনের তিনটি ফ্লোরের চারটি ফ্লাটের মালিক শিহাব সাহেব।

ফ্লাট গুলো যথাক্রমে ছয়, পাঁচ এবং চতুর্থ তলায়। এরমধ্যে ৬ তলায় দুটি এবং পঞ্চম ও চতুর্থ তলায় একটি করে। তিনি আরও বলেন প্রতিটি ফ্লাট ভাড়া দেয়া আছে অন্য ব্যক্তিদের। এবং শিহাব নিজেও এই বিল্ডিং এ ভাড়ায় থাকেন।

সূত্র বলছে, সম্প্রতি গণপূর্তের তৃতীয় শ্রেণীর কয়েকজন কর্মচারী মিলে ছয় তলা ভবনটির কাজ সম্পূর্ণ করেছেন। মো.ফয়জুল কবির (শিহাব) এর বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার চোখ ফাঁকি দিতে সব কিছুর মালিকানায় বাবা-মায়ের নাম দিয়ে রেখেছেন তিনি।

শিহাবের ভাই আমিনুলও উক্ত ভবনে বসবাস করেন এবং তিনিও গণপূর্তের কর্মচারী।

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী মো.ফয়জুল কবির (শিহাব) নিজেও দাবি করেন, এই সম্পত্তির মালিকানার কোথাও তার নাম নেই।

তিনি আরও জানান, গড়ে উঠা ভবনের জমি ২০১০ সালে ১৮ লক্ষ টাকায় ক্রয় করা হয়েছিল। এবং প্রতিটি ফ্লাটের নির্মাণ ব্যয় বিশ লক্ষ টাকার কিছু বেশি। ঐ সময় জমির কোন রাস্তা ছিলনা। বর্তমানে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ;তাই সহকর্মীরা চক্রান্ত করছে।

স্থানীয় আবাসন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই জমির মূল্য প্রায় তিন কোটি টাকা। আর আয়তন অনুযায়ী প্রতিটি ফ্ল্যাটের মূল্য কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। পর্ব-১ (চলমান)

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

আঙুল ফুলে কলাগাছ গণপূর্তে শিহাব

আপডেট টাইম : ০১:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

আমার বিরুদ্ধে নিউজ করলে আমি আইসিটি আইনে মামলা করবো, প্রয়োজনে চাকরি ছেড়ে বিদেশে চলে যাবো- গণপূর্তের তৃতীয় শ্রেণীর কর্মচারী মো.ফয়জুল কবির (শিহাব)।

তিনি অভিযোগ করে জানান, উচ্চমান সরকারি আব্দুস সাত্তার এবং হায়দার চক্রান্ত করে প্রতিবেদন করাচ্ছে।

তবে আমাদের অনুসন্ধানে রাজধানীতে গণপূর্তের এই কর্মচারীর একটি দু’টি নয় চার চারটি ফ্লাটের অস্তিত্ব মিলছে । অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওস) ব্যক্তিগত সহকারী (পিএ) শিহাব অলৌকিক এই ঘটনার জন্ম দিয়েছেন।

সূত্র বলছে আলাদীনের চেরাগ পেয়েছেন তিনি। চাকরিতে যোগদানের পরপরই চেরাগ ঘষামাজা করে কোটিপতি বনে গেছেন। যে এলাকায় এই সম্পত্তি গড়েছেন সেটি খিলগাঁও অবস্থিত।

বাড়ির কেয়ারটেকার উজ্জ্বলের সাথে আলাপ করে যানা যায়, সাড়ে তিন শতাংশ জমির উপর গড়ে উঠা ছয়তলা ভবনের তিনটি ফ্লোরের চারটি ফ্লাটের মালিক শিহাব সাহেব।

ফ্লাট গুলো যথাক্রমে ছয়, পাঁচ এবং চতুর্থ তলায়। এরমধ্যে ৬ তলায় দুটি এবং পঞ্চম ও চতুর্থ তলায় একটি করে। তিনি আরও বলেন প্রতিটি ফ্লাট ভাড়া দেয়া আছে অন্য ব্যক্তিদের। এবং শিহাব নিজেও এই বিল্ডিং এ ভাড়ায় থাকেন।

সূত্র বলছে, সম্প্রতি গণপূর্তের তৃতীয় শ্রেণীর কয়েকজন কর্মচারী মিলে ছয় তলা ভবনটির কাজ সম্পূর্ণ করেছেন। মো.ফয়জুল কবির (শিহাব) এর বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার চোখ ফাঁকি দিতে সব কিছুর মালিকানায় বাবা-মায়ের নাম দিয়ে রেখেছেন তিনি।

শিহাবের ভাই আমিনুলও উক্ত ভবনে বসবাস করেন এবং তিনিও গণপূর্তের কর্মচারী।

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী মো.ফয়জুল কবির (শিহাব) নিজেও দাবি করেন, এই সম্পত্তির মালিকানার কোথাও তার নাম নেই।

তিনি আরও জানান, গড়ে উঠা ভবনের জমি ২০১০ সালে ১৮ লক্ষ টাকায় ক্রয় করা হয়েছিল। এবং প্রতিটি ফ্লাটের নির্মাণ ব্যয় বিশ লক্ষ টাকার কিছু বেশি। ঐ সময় জমির কোন রাস্তা ছিলনা। বর্তমানে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ;তাই সহকর্মীরা চক্রান্ত করছে।

স্থানীয় আবাসন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই জমির মূল্য প্রায় তিন কোটি টাকা। আর আয়তন অনুযায়ী প্রতিটি ফ্ল্যাটের মূল্য কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। পর্ব-১ (চলমান)