দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মো. আবদুস সবুরের (নৌকা) প্রতিকের পক্ষে কুমিল্লা তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:বাবুল আহমেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: কবির শিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন,ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সহধর্মিণী মোসাঃ ইয়াসমিন সবুর। এসময় নৌকায় ভোট চেয়ে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান মু. দেলোয়ার হোসেন পলাশ,ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ,কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন, যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি ওয়ার্ড কাউন্সিলর শাহিদা বেগম, উপজেলা মহিলা লীগের সভাপতি মোসামৎ হাসিনা মেম্বার,যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মোসামৎ হাসিনা বেগমসহ ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।