ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ততা ও সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো খুলনা, কুমিল্লা ও দিনাজপুরে পেমেন্ট মেলার আয়োজন করেছে বিকাশ। জমজমাট এ মেলায় গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ডিস্কাউন্টে পণ্যসামগ্রী কেনার সুযোগ।
ডিসেম্বরের শুরুতে খুলনা ও কুমিল্লায় আয়োজনের পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিকাশ পেমেন্ট মেলা’।
দিনাজপুর শহরের মাতা সাগর রোডে অবস্থিত নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছেন জেলার স্বনামধন্য মার্চেন্টরা। পোষাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য এবং সেবার স্টল রয়েছে বিকাশের এ বিশেষ আয়োজনে।
বর্ণিল এ মেলায় প্রতিদিন আরও থাকছে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, র্যাফেল ড্র, গেম শোসহ নানা আয়োজন। ক্রেতা-দর্শনার্থীরা তাদের বিকাশ অ্যাপ অথবা অ্যাকাউন্ট দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারছেন। আর যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা মেলা প্রাঙ্গণেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারছেন। মেলায় অংশ নেওয়া স্টলগুলোয় মার্চেন্টভেদে কেনাকাটার ওপর প্রতিবার বিকাশ পেমেন্টে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। গ্রাহকরা শুধু বিকাশে পেমেন্ট করে কেনাকাটা করতে পারবেন।