আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী, ভোটার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ প্রত্যেককে নিরাপত্তা দিতে ইতোমধ্যে নির্বাচনী ছক তৈরি করেছে পুলিশ। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মাঠে থাকবে পুলিশের এক লাখ ৭৫ হাজার সদস্য।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সদস্যরা মাঠে থাকলেও নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে পুলিশের ওপর। নির্বাচনে পুলিশের প্রায় ৮০ শতাংশ সদস্য মাঠে মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অধিকাংশ জায়গায় বিরতিহীনভাবে ডিউটি থাকবে পুলিশ সদস্যদের। আবার কিছু জায়গায় থাকবে শিফটিং ও মোবাইল পেট্রোলিং। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা নিজেদের ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
পুলিশ জানায়, নির্বাচনের ২-১ দিন আগ থেকে মাঠে নির্বাচনী দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। নির্বাচন শেষ হওয়ার পরেও ২-৩ দিন পর পর্যন্ত মাঠে থাকবে এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্য।
নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, কেন্দ্রে ব্যালট ও ব্যালট বাক্স আনা-নেওয়া, নির্বাচনী কেন্দ্রে সব জায়গায় পুলিশ দায়িত্ব পালন করবে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই অতি প্রয়োজন এবং একান্তই পারিবারিক কোনো সমস্যা না থাকলে কাউকে ছুটি দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেনে ঢাকা পোস্ট
কে বলেন, পুলিশের কতজন সদস্য মাঠে থাকবে, তা এখনো ফাইনাল হয়নি। তবে আনুমানিক এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে মাঠে থাকবে।
নির্বাচনে পুলিশের শিফটিং দায়িত্ব থাকবে কি না— জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে সাধারণত টানা দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। তবে কিছু কিছু জায়গায় শিফটিং ডিউটি থাকবে। আবার কিছু জায়গায় মোবাইল পেট্রোলিং ডিউটি থাকবে। এটা মূলত পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে।
পুলিশের মোতায়েন নির্বাচনের কত দিন দিন আগে থেকে শুরু হবে— জানতে চাইলে তিনি বলেন, এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করা হবে।
আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২২ হাজার সদস্য মোতায়েন থাকবে। এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের আগে ও পরে ঢাকা মহানগরীতে ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ করবে ডিএমপি।