ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

খিলগাঁওয়ে পাওয়ার হাউজের পিয়নের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় আবু মোহাম্মদ আলাউদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল সদরের পাওয়ার হাউজে কর্মরত ছিলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন।

তিনি জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি মৃত ব্যক্তি ঢাকা পাওয়ার হাউজের অফিস থেকে কিছুদিন আগে টাঙ্গাইল সদর পাওয়ার হাউজে পোস্টিং হয়। সেখানে অফিসের বসের সঙ্গে ক্যাবল তার চুরি নিয়ে কথা কাটাকাটি হয় তার। পরে তিনি ঢাকায় ফিরে এসে রাগে অভিমানে আজ ভোরের দিকে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেন।

এসআই সৈয়দ রুহুল আমিন বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আলাউদ্দিন সে খিলগাঁও ১ নং স্কুল রোডের ৩০ নং বাড়ির মো ইসহাকের ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

খিলগাঁওয়ে পাওয়ার হাউজের পিয়নের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় আবু মোহাম্মদ আলাউদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল সদরের পাওয়ার হাউজে কর্মরত ছিলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন।

তিনি জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি মৃত ব্যক্তি ঢাকা পাওয়ার হাউজের অফিস থেকে কিছুদিন আগে টাঙ্গাইল সদর পাওয়ার হাউজে পোস্টিং হয়। সেখানে অফিসের বসের সঙ্গে ক্যাবল তার চুরি নিয়ে কথা কাটাকাটি হয় তার। পরে তিনি ঢাকায় ফিরে এসে রাগে অভিমানে আজ ভোরের দিকে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেন।

এসআই সৈয়দ রুহুল আমিন বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আলাউদ্দিন সে খিলগাঁও ১ নং স্কুল রোডের ৩০ নং বাড়ির মো ইসহাকের ছেলে।