দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেম এখন ‘ওপেন সিক্রেট’। তারা চুপিসারে প্রেম করছেন বলে ধারণা করেন অনেকেই। যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন এই দুই তারকা।
সম্প্রতি হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম নিবেদন করে বসলেন রাশমিকা। অভিনেত্রী ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’ যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে অভিনেত্রীর ইশারা কার দিকে, তা বুঝে নিয়েছেন ভক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়া।
অন্যদিকে চাউর হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা। ভক্তদের মধ্যে এমন জল্পনা শুরু হওয়ার মাঝেই ওই পোস্ট দিলেন অভিনেত্রী।
নিজেদের প্রেম নিয়ে কখনোই মুখ খোলেননি বিজয় কিংবা রাশমিকা। ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে বন্ধুত্বের শুরু তাদের। এরপর ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও বেশ কয়েকবার দেখা গেছে বিজয়-রাশমিকাকে।