মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় ফেরেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে আজ সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ওই ফ্লাইটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। তবে, বিমান থেকে নামার পর সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন কলম্বো সফরে যান মার্কিন রাষ্ট্রদূত। এরপর থেকে ঢাকা ছাড়া নিয়ে নানামুখী কথা শুরু হয়।
উল্লেখ্য পিটার ডি হাসের ঢাকা ত্যাগের বিষয়টি সেসময় উঠে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। ওই ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সে বিষয়ে সরকার অবগত। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর নিয়ম নেই বলে সেসময় জানিয়ে দেন সাবরিন ।
সেহেলী সাবরিন আরও বলেন, নিয়ম অনুযায়ী কোন কূটনৈতিক যখন নিয়োজিত কর্মস্থল ত্যাগ করেন, তখন তা কূটনৈতিক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে অবগত করেন।
তবে সেসময় মার্কিন দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পিটার হাসের ওয়াশিংটন যাবার বিষয়টি সঠিক নয়।