দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি সংসদীয় আসনে ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই ২৫ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ১৫ জন মনোনয়ন ফরম কিনেছেন মাগুরা-২ আসনের জন্য। ১০ জন মনোনয়ন ফরম কিনেছেন মাগুরা-১ আসনের জন্য।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, জেলায় আমরা রাজনীতির পরীক্ষিত মানুষদেরকেই এমপি হিসেবে দেখতে চাই। হঠাৎ করে কাউকে চাপিয়ে দিলে তৃণমূলের নেতাকর্মীদের সামলানো কঠিন হয়ে পড়ে। তারা সবসময় যাদের সহজে কাছে পেয়েছেন তাদেরকেই ভোট দিতে পছন্দ করেন। এটাই প্রকৃত বাস্তবতা।
শ্রম ও বাণিজ্য ষিষয়ক সম্পাদক মাজেদুল হক ঝন্টু বলেন, সাকিব ক্রিকেটে ভালো। জেলার রাজনৈতিতে তার কোনো অবস্থান ছিল না, এখনো নেই। তিনি জেলায় লুকিয়ে আসেন লুকিয়ে চলে যান। কেউ তাকে দেখতে গেলে তিনি বিরক্ত হন। জেলার সাংবাদিকদের পর্যন্ত এড়িয়ে চলেন। এ ধরনের তারকাদের জন্যে রাজনীতি নয়।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু বলেন, সাকিবের জেলার মানুষের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচন এলে অনেককেই মনোনয়ন কিনতে দেখছি। কিন্তু আমরা যারা জেলার রাজনীতির সঙ্গে আছি কোনোদিন সামান্য কুশল বিনিময় করতে দেখিনি।
আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে প্রার্থী হওয়ার। নিজেকে যোগ্য মনে করছেন বলেই হয়তো তাঁরা প্রার্থী হয়েছেন। এতে আমি দোষের কিছু দেখি না।