ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র নয়, পিটার হাস গিয়েছিলেন শ্রীলঙ্কায়

ম্প্রতি মার্কিন কূটনীতিক পিটার হাস হঠাৎই দেশ ছাড়েন। সেসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, জরুরী ভিত্তিতে পিটার ডি হাস ওয়াশিংটন যাচ্ছেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দেশজুড়ে হিসেব মেলানোর ব্যস্ততা বেড়ে যায় জনমনে। তবে মার্কিন রাষ্ট্রদূত ঠিক কোথায় গিয়েছেন, এ নিয়ে অবশেষে খুলে জল্পনা কল্পনার সকল জট। সোমবার (২০ নভেম্বর) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওয়াশিংটন নয়, বরং এ কয়দিন ছুটি কাটাতে শ্রীলংকায় অবস্থান করছিলেন হাস। আগামী সোমবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে নিজ কর্মস্থলে যোগ দেবেন তিনি।

এর আগে গত ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকালে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সে বিষয়ে সরকার অবগত। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর নিয়ম নেই বলে সেসময় জানিয়ে দেন সাবরিন।

সেহেলী সাবরিন আরও বলেন, নিয়ম অনুযায়ী কোন কূটনৈতিক যখন নিয়োজিত কর্মস্থল ত্যাগ করেন, তখন তা কূটনৈতিক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে অবগত করেন।

তবে সেসময় দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পিটার হাসের ওয়াশিংটন যাবার বিষয়টি সঠিক নয়।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র আয়োজন

যুক্তরাষ্ট্র নয়, পিটার হাস গিয়েছিলেন শ্রীলঙ্কায়

আপডেট টাইম : ০৮:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ম্প্রতি মার্কিন কূটনীতিক পিটার হাস হঠাৎই দেশ ছাড়েন। সেসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, জরুরী ভিত্তিতে পিটার ডি হাস ওয়াশিংটন যাচ্ছেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দেশজুড়ে হিসেব মেলানোর ব্যস্ততা বেড়ে যায় জনমনে। তবে মার্কিন রাষ্ট্রদূত ঠিক কোথায় গিয়েছেন, এ নিয়ে অবশেষে খুলে জল্পনা কল্পনার সকল জট। সোমবার (২০ নভেম্বর) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওয়াশিংটন নয়, বরং এ কয়দিন ছুটি কাটাতে শ্রীলংকায় অবস্থান করছিলেন হাস। আগামী সোমবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে নিজ কর্মস্থলে যোগ দেবেন তিনি।

এর আগে গত ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকালে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সে বিষয়ে সরকার অবগত। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর নিয়ম নেই বলে সেসময় জানিয়ে দেন সাবরিন।

সেহেলী সাবরিন আরও বলেন, নিয়ম অনুযায়ী কোন কূটনৈতিক যখন নিয়োজিত কর্মস্থল ত্যাগ করেন, তখন তা কূটনৈতিক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে অবগত করেন।

তবে সেসময় দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পিটার হাসের ওয়াশিংটন যাবার বিষয়টি সঠিক নয়।